Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানচিতে পর্যটকদের টাকা-মোবাইল ছিনতাই করেছে ‘কেএনএফ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৯

বান্দরবান: বান্দরবানের থানচিতে ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নিয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের ‘কেএনএফ’ সশস্ত্র সন্ত্রাসীরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ভেলাকুম পর্যটন স্পটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের মধ্যে অনিক মোদক জানান, গত ২৪ ফেব্রুয়ারি নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যান দুই ভ্রমণ দলের ২২ জন সদস্য। যার মধ্যে ৪ জন নারী। পরে নাফাকুম ভ্রমণ শেষে ২৫ ফেব্রুয়ারি ভেলা কুম স্পটে ক্যাম্পিং করে তারা। ওই দিন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ৮ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। পরে তাদের সঙ্গে থাকা ১ লাখ ৮১ হাজার টাকা ও ১৫টি মোবাইল ছিনিয়ে নেয় তারা।

অনিক আরও জানান, সন্ত্রাসীদের যে দলটি তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তাদের কয়েকজনের পরনে সেনাবাহিনীর পোষাকের মত এবং ব্যাজে ‘কেএনএফ’ লেখা ছিল।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিতি জানান, এই ঘটনায় ভুক্তভোগীরা কার্যালয়ে এসে বিষয়টি জানালে তাদের থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমও

কেএনএফ টাকা-মোবাইল ছিনতাই থানচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর