ব্রাজিলে বোলসোনারোর সমর্থনে লাখো মানুষের সমাবেশ
আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৪
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৪
ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বোলসোনারোর সমর্থনে সমাবেশে যোগ দিয়েছেন তার লাখো সমর্থক। ব্রাজিলের সাও পাওলোতে অন্তত ১ লাখ ৮০ হাজার সমর্থক এই সমাবেশ করেন।
গত বছরের ৯ জানুয়ারি ব্রাজিলের রাজধানীতে বলোসোনারোর সমর্থকরা কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিম কোর্টে হামলা চালায়। তাদের তাণ্ডবে ব্রাজিলের ক্ষমতার কেন্দ্রস্থল তিনটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় জইর বোলসানারো উস্কানি দিয়েছিলেন কি না তা তদন্ত করছে ব্রাজিল পুলিশ। এর প্রতিবাদে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে সমাবেশ ডাকেন সাবেক প্রেসিডেন্ট।
সমাবেশে তার বিরুদ্ধে আনা ব্যর্থ অভ্যুত্থানের অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন বলেও দাবি করেন। তার সমাবেশে ব্রাজিলের পতাকার রঙ হলুদ ও সবুজ পোশাক পরে অংশ নেন সমর্থকরা।
সারাবাংলা/আইই