Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৮

টাঙ্গাইল: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি করে দিয়েছেন। যাতে কোনো রোগী ভুল চিকিৎসার শিকার না হন।

তিনি বলেন, যদি কোনো ভুল চিকিৎসা বা কোনো গাফিলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাংসহ বড়বড় শহরে ভিড় করবে না।

গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে।

এসময় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছ, কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর