Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৮

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গণিত পরীক্ষায় ভালো না করতে পারায় ফারান তাসভির মাহিম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের সেতুপাড়া গ্রামের নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ফারাহ সেতুপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি ফারানের গণিত পরীক্ষা ছিল। পরীক্ষায় ভালো লিখতে না পারার বিষয়টি সে পরিবারের সদস্যদের জানায়। ভালো করতে না পারায় তার মধ্যে অনুশোচনা কাজ করছিল। রাতে অনুশোচনাবোধ থেকেই সে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহতা করেন। সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর