Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪র্থ জাতীয় পরিসংখ্যান দিবস কাল

স্টাফ করসেপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৩

ঢাকা: চতুর্থ জাতীয় পরিসংখ্যান দিবস ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ স্লোগানে দেশে চতুর্থবারের মতো পালিত হবে জাতীয় পরিসংখ্যান দিবস। দিবসটি উপলক্ষ্যে নানান কর্মসূচি নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সহযোগিতা দিচ্ছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।

দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তারা বিবিএস’র বস্তুনিষ্ট ও সময়োপযোগী তথ্য-উপাত্ত সরকারের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

বিবিএস থেকে জানানো হয়েছে, জাতীয় পরিসংখ্যান দিবস পালনের জন্য সকালে র‌্যালির আয়োজন করা হয়েছে। এর পরই পরিসংখ্যান ব্যুরো অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। সভাপতিত্ব করবেন বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

জাতীয় পরিসংখ্যান দিবসে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন বলেন, ‘আমি মনে করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশের মাধ্যমে বিবিএস স্মার্ট বাংলাদেশ ও সমৃদ্ধ সোনার বাংলা গঠনে সরকারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে। এ পরিপ্রেক্ষিতে এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেওয়া বাণীতে বলেছেন, ‘অপ্রপতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত। এমডিজির লক্ষ্যগুলো সফল বাস্তবায়নের পর এসডিজির লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তর এবং ২১০০ সালের মধ্যে ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আর বলেন, ‘আর্থ সামাজিক সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার পাশাপাশি অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে। আমি মনে করি, উন্নত পরিসংখ্যান ব্যবস্থার সমন্বয়ে একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের সরকারের দৃঢ় প্রত্যয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পরিসংখ্যান দিবস পালন এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে।’

তিনি ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বির্নিমাণ করে বিশ্ব দরবারে একটি স্মার্ট দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সারাবাংলা/জেজে/পিটিএম

জাতীয় পরিসংখ্যান দিবস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর