৪ ওভারে ৭২ রান দিয়ে মুশফিকের লজ্জার রেকর্ড
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১১
লিটন-হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুরের দেওয়া বড় টার্গেট তাড়া করতে নেমে সহজ জয়েই ফাইনালে উঠেছে কুমিল্লা। তবে দলের ফাইনালে ওঠার আনন্দের মাঝে কুমিল্লা পেসার মুশফিক হাসান গড়েছেন লজ্জার এক রেকর্ড। রংপুরের ব্যাটারদের তান্ডবে ৪ ওভারে ৭২ রান নিয়ে মুশফিকই এখন বিপিএলের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলার।
আগের তিন ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন মুশফিক, নিয়েছেন ৬ উইকেট। এই রংপুরের বিপক্ষে গ্রুপ পর্বে ১৮ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংও করেছিলেন। তবে এবার রংপুর ব্যাটাররা তাকে তুলোধুনো করেছেন। বিশেষ করে জিমি নিশমের হাতে রীতিমত নাস্তানাবুদ হয়েছেন তরুণ মুশফিক। তার বিপক্ষে ১৬ বল খেলে ৪৭ রান নেন নিশম! সব মিলিয়ে ৮টি চার ও ৫টি ছক্কা হজম করেছেন তিনি। শেষ ওভারে নিশম ঝড়ে মুশফিক দিয়েছেন ২৭ রান। ৪ ওভার বল করে ৭২ রান দেন মুশফিক, পেয়েছেন একটি উইকেট।
আর এতেই বিপিএলের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলার এখন মুশফিক। মুশফিক ভেঙ্গেছেন এই বছরেই চট্টগ্রামের বোলার আল আমিন হোসেনের রেকর্ড। আল আমিন এবারের আসরে কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন।
টি-টোয়েন্টির ইতিহাসে মুশফিকের বোলিং ফিগার ৮ম খরুচে। ২০২২ সালে সমারসেটের বিপক্ষে ডার্বিশায়ারের স্পিনার ম্যাটি ম্যাককিয়েরনানের দেওয়া ৪ ওভারে ৮২ রান এই ফরম্যাটের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলিং।
সারাবাংলা/এফএম