Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুসিক নির্বাচন: যা যা আছে ৪ প্রার্থীর হলফনামায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২০

কুমিল্লা: প্রচার-প্রচারণায় জমে উঠেছে কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রচার-প্রচারণার পঞ্চম দিন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। এসব ছাপিয়ে এখন আলোচনার বিষয় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪ প্রার্থী হলফনামায় কি কি তথ্য দিয়েছেন, তাদের আয়-ব্যয় কেমন?

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দেওয়া হলফনামায় দেখা যায়, চার প্রার্থীর মধ্যে শিক্ষায় পিছিয়ে থেকেও আয় ও সম্পদে এগিয়ে আছেন দুই বারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আছেন ডা. তাহসীন বাহার সূচনা, মামলা বেশি নিজাম উদ্দীন কায়সারের, আয় ও সম্পদে পিছিয়ে নূর উর রহমান মাহমুদ তানিম।

বিজ্ঞাপন

এবার কুসিক উপনির্বাচনে সাক্কু টেবিলঘড়ি প্রতীকে, সূচনা বাস, কায়সার ঘোড়া ও তানিম হাতি প্রতিকে নির্বাচন করছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় বিশ্লেষণ করে দেখা যায়, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এসএসসি পাশ। তার পেশা ব্যবসা ও ঠিকাদারি। তিনি হলফনামায় উল্লেখ করেছেন, তার বাৎসরিক আয় ৭২ লাখ ৩০ হাজার ৪২৬ টাকা। এর মধ্যে বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকানসহ অন্য ভাড়া পান ৪২ লাখ ৯২ হাজার ৬৭৬ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে পান দুই লাখ টাকা।

এছাড়া তার ব্যবসায়িক আয় ২৭ লাখ ৩৮ হাজার ১৫০ টাকা। তার নগদ, ব্যাংক জমা, বন্ড ও শেয়ার, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র মিলিয়ে মোট অস্থাবর সম্পদ আছে ৩৮ লাখ ২৫ হাজার ৪৩৫ টাকা। তবে তার স্ত্রী আফরোজা জেসমিনের নামে আছে সম্পদের পাহাড়। তার মূল্য টাকার পরিমাণে তিন কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৬১৪ টাকা। এর বাইরে আছে স্বামী-স্ত্রীর মিলিয়ে ২০ ভরি স্বর্ণ ও দু’টি জিপ গাড়ি।

বিজ্ঞাপন

স্থাবর সম্পদের মধ্যে সাক্কুর কৃষিজমি আছে মনোহরগঞ্জের শরীফপুরে ২০ একর নাল, ভিটি, পুকুর। এছাড়া লালমাই মৌজায় ১০৪ শতক নাল ও ১৪৬ শতক পুকুর আছে। স্ত্রীর নামে গাইবান্ধার পলাশবাড়ীতে ১ দশমিক ২৩ একর ডাঙা জমি আছে।

এছাড়া মনিরুল ও তার স্ত্রীর আফরোজা জেসমিনের নামে ঢাকা ও কুমিল্লায় অকৃষি জমি, দালান, দোকান আবাসিক/বাণিজ্যিক ফ্ল্যাট ও প্লট রয়েছে।

নিজাম উদ্দিন কায়সারের হলফনামা থেকে জানা যায়, পেশায় তিনি একজন ব্যবসায়ী। তিনি বি কম উত্তীর্ণ। তার চাকরি থেকে বাৎসরিক আয় চার লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা ৩২ লাখ ৪০ হাজার ৩৭ টাকা, ব্যাংকে জমা ২ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা, বন্ড ৪০ হাজার টাকা, স্বর্ণ ৩০ তোলা, টিভি ও ফ্রিজ ১ লাখ ৯ হাজার টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই।

তাহসীন বাহার সূচনার হলফনামা থেকে জানা যায়, এই প্রার্থী পেশায় ব্যবসায়ী। তিনি এমবিবিএস পাস। তাহসীন বাহার সূচনার ব্যবসা থেকে বাৎসরিক আয় ১০ লাখ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত তিন লাখ ৬৪ হাজার ৭৬৩ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে আছে নগদ টাকা আট লাখ ৪৬ হাজার ৯০ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৫৬ লাখ তিন হাজার ৯১০ টাকা।

নাইস পাওয়ার অ্যান্ড আইটি থেকে আট লাখ টাকা, সোনালী সুইটস লিমিটেড থেকে ২৫ লাখ টাকা, ময়নামতি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ১৫ লাখ টাকা, এমবি টেক্সটাইল অ্যান্ড ফ্যাক্টরি থেকে চার লাখ টাকা, গোমতী ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১০ লাখ টাকা, পোস্টাল, সেভিংস সনদসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতের বিনিয়োগ এক কোটি ৫ লাখ টাকা, জিপ গাড়ি আছে ৯১ লাখ ৫০ হাজার টাকা ও ৪০ তোলা স্বর্ণের দাম এক লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী এক লাখ টাকা, আসবাব এক লাখ টাকা ও ব্যবসায় পুঁজি ৫ লাখ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে রাজধানীর উত্তরায় ৪২ লাখ টাকার একটি ফ্ল্যাট আছে।

নূর-উর রহমান মাহমুদ তানিমের হলফনামা থেকে জানা যায়, নূর-উর রহমান মাহমুদ তানিম বিএ পাস। তার পেশা ব্যবসা। ব্যবসা থেকে তার বাৎসরিক আয় ৪ লাখ পাঁচ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা দুই লাখ টাকা, স্ত্রীর নামে এক লাখ টাকা, ব্যাংকে নিজ নামে ২০ হাজার ও স্ত্রীর নামে ১০ হাজার টাকা আছে। স্ত্রীর ২০ ভরি স্বর্ণ আছে। স্থাবর সম্পদের মধ্যে যৌথ মালিকানায় ৮ শতক জমির মধ্যে তিনি ২ শতকের মালিক। তবে এনআরবিসি ব্যাংকে ৩০ লাখ টাকা ঋণ আছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘প্রার্থীরা তাদের সব তথ্য যুক্ত করে হলফনামা দিয়েছেন।’

সারাবাংলা/এমও

কুসিক নির্বাচন হলফনামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর