Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। কে বা কারা ওই কলেজছাত্রকে খুন করেছে তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চান্দগাঁও থানার অনন্যা আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ছুরিকাঘাতে খুন হওয়া ওই কলেজছাত্রের নাম শাওন বড়ুয়া (২২)। তিনি ওমরগণি এম ই এস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি সাতকানিয়া উপজেলার বাজারিয়া ইউনিয়নের শীলঘাটা গ্রামে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ছাবেদ আলী সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে শাওন নামে ২২ বছর বয়সী এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছি। সড়কের উপর তার লাশ পড়ে ছিল। তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত করছি। নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর