Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৭

ঢাকা: রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২ নং ঝিলপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন দলটির নেতারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময় তিনি বলেন, ‘সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। বিধায় মানুষের কষ্ট তাদের বিবেককে নাড়া দেয় না। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে দিশেহারা তখন আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছু না।’

বিজ্ঞাপন

আমিনুল বলেন, ‘বিএনপির জন্ম হয়েছিল জনগণের স্বার্থ রক্ষার জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সবসময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি আমরা।’

গত ১৯ ফেব্রুয়ারি পল্লবী থানার মিরপুর ১২ নং ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কিছু ঘর পুড়ে যায়।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর