Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে নাব্য সংকট: ৩ দিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৫

রাঙ্গামাটি: কর্ণফুলী নদীর রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা অংশে নাব্যতা সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তবে এই সংকট উত্তরণে নদীতে ফেরি যাতায়াতের পথে ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

আগামী ১০-১২ মার্চ তিন দিন ড্রেজিং করা হবে; এই সময়ে নদীতে ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সওজ রাঙ্গামাটি বিভাগ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সওজ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটি-চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়কের ফেরী পারাপারের সুবিধার্থে চন্দ্রঘোনা ফেরিঘাটে ড্রেজিংয়ের কাজের নিমিত্তে আগামী ১০ মার্চ রোববার ভোর ৬টা থেকে আগামী ১৩ মার্চ বুধবার ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

১৩ মার্চ ভোর ৬টা থেকে ফেরি চলাচল অব্যাহত থাকবে। এসময় বিকল্প সড়ক হিসেবে রাঙ্গুনিয়া-বাঙ্গালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সওজ।

সওজ রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, নদীতে ফেরি চলাচল নির্বিঘ্নে করার জন্য ফেরি যাতায়াতের অংশে ড্রেজিং করা হবে। তাই তিন দিন চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ থাকবে।

সারাবাংলা/এনইউ

কর্ণফুলী টপ নিউজ নাব্য সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর