দেড়ঘণ্টা পর টঙ্গী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৪০ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫
গাজীপুর: মহানগরীর টঙ্গী এলাকায় একটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় মরিয়ম ম্যানশনে আগুনের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। কিছুক্ষণের মধ্যেই আগুন বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়রা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে একটি মার্কেটে আগুনের সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পরে সময়ের সঙ্গে সঙ্গে আগুন বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমান ও আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছেন সার্ভিসের এই কর্মকর্তা।
সারাবাংলা/টিকে/এনএস