Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুর রাংকুট বৌদ্ধ বিহার ঘুরে দেখলেন ৩৪ কূটনীতিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৫

কক্সবাজার: রামুর ঐতিহাসিক রাংকুট বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন কক্সবাজারে সফরে আসা ৩৪ কূটনীতিক। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাংকুট বৌদ্ধ বিহারে এসে পৌঁছালে কূটনীতিকদের স্বাগত জানান বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো।

বিহারাধক্ষ্য জ্যোতিসেন মহাথেরো জানান, ২ হাজার ৩০০ বছরের পুরোনো মহামতি বুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থান দেখে মুগ্ধ হন অতিথিরা। সেই সাথে সম্রাট অশোক, চীনা পর্যটক হিউয়েন সেনের আবক্ষ মূর্তিসহ বৌদ্ধ পুরাকীর্তি দেখে অভিভূত হন।

বিজ্ঞাপন

এসময় কূটনীতিকরা বিহারের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তারা বলেন, ‘কক্সবাজারে অঞ্চলের বৌদ্ধ ইতিহাস, স্থাপনা এবং সমুদ্র সৈকত সব মিলিয়ে অপার পর্যটন সম্ভাবনা রয়েছে।’

পরিদর্শনকালে কূটনীতিকদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঐতিহ্যবাহী পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করা হয়। পরে কূটনীতিকরা সমুদ্র সৈকতের লাবণী ট্যুরিস্ট মার্কেটে যান, ঝিনুকের দোকানসহ অন্য হস্তজাত পণ্যের দোকান পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ২৪টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানসহ ৩৪ জন কূটনীতিক গতকাল মঙ্গলবার রেলে চড়ে কক্সবাজারে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডরস আউটরিচ প্রোগ্রামের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, কোরিয়া, ইতালি, ডেনমার্ক, কসোভো, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, ভ্যাটিকান, ভুটান, স্পেন, আর্জেন্টিনা, লিবিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মিশর, ফ্রান্স এবং এফএও, আইইউটি, একেডিএন আন্তর্জাতিক সংস্থাগুলোর ২৪ জন মিশন প্রধানসহ ৩৪ জন কূটনৈতিক সদস্য ২ দিনের চট্টগ্রাম ও কক্সবাজার সফর করছেন।

বিজ্ঞাপন

বুধবার দিনভর দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন শেষে বিকালে বিমানযোগে কূটনীতিকদের বহরটি ঢাকায় ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এমও

৩৪ কূটনীতিক রাংকুট বৌদ্ধ বিহার রামু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর