‘ভারত-বাংলাদেশ সম্পর্কে কেউ ফাটল ধরাতে পারবে না’
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৩
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে একুশের বইমেলায় সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ভারত-বাংলাদেশের সম্পর্কে কেউ ফাটল ধরাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সিআরবির শিরিষতলায় বইমেলা মঞ্চে সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ‘সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যগতভাবে দুই দেশের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। ভারত ও বাংলাদেশের এ সম্পর্কে কেউ ফাটল ধরাতে পারবে না।’
বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বর্তমান সরকারের আমলে আর্থ-সামাজিক তো বটেই, বিশ্ব রাজনীতিতেও বাংলাদেশ নিজের দৃঢ় অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের এই অগ্রযাত্রায় অকৃত্রিম বন্ধু হিসেবে ভারত সবসময় ছিল, আছে এবং থাকবে। দুই ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক আদান-প্রদানের যে বন্ধন রয়েছে তা আরও দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রতিটি উৎসব আমাদের আনন্দ দেয়, অনুপ্রেরণা যোগায়। পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে সামাজিকভাবে উন্নত মানুষে পরিণত করে। জীবনকে আনন্দময় করে তুলতে উৎসবের শিক্ষাকে হৃদয়ে ছড়িয়ে দিতে হবে। ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক ও প্রাচীন। দুই দেশের সংস্কৃতি এক ও অভিন্ন। এ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।‘
রাজীব রঞ্জন আরও বলেন, ‘ভারত-বাংলাদেশ বন্ধুত্ব ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত। এ মাটি বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সৈন্যদের রক্তরঞ্জিতও। আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন আমরা এ কথাটি মনে রাখব। কেননা এ সম্পর্ক শুধু রক্তের নয়, মৈত্রীরও বটে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী রুমিলা বড়ুয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. জিনবোধি ভিক্ষু, সংস্কৃতিকর্মী ব্রিজেট ডায়েস এবং কাউন্সিলর পুলক খাস্তগীর।
সম্প্রীতি উৎসবে একক সঙ্গীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন আর্য সঙ্গীত, মিতালী সঙ্গীত, ওড়িশা অ্যান্ড টেগোর ডান্স একাডেমি ও মুভমেন্ট সেন্টারের শিল্পীরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় অনুষ্ঠিত বইমেলার মঞ্চে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ছড়া উৎসব অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/আরডি/পিটিএম