Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নির্বাচন ৬ মার্চ

ইবি করেসপন্ডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৭

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ ইউনিটের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন (২০২৪-২০২৬) ৬ মার্চ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচনের আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান, সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফুদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন স্বাক্ষরিত নির্বাচনী তফসিল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

তফসিলে বলা হয়েছে, নির্বাচনে পদ প্রত্যাশীরা আগামী ৪ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এ ছাড়াও ৫ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহার করতে পারবেন। ওইদিন দুপুর ২টায় নির্বাচনের আহ্বায়ক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন। ৬ মার্চ ভোট গ্রহণ শেষে বিকেল ৩টায় ভোট গণণা শুরু হবে।

এ বিষয়ে নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছি। সে অনুযায়ী নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে।

সারাবাংলা/ইআ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর