ঢাকা: রাজধানীর বেইলি রোডে ভবনে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে অন্তত ১৩ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যান।
আহতরা হলেন শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০) ও সিজান (২২)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আগুন লাগা ওই ভবনের বিভিন্ন তলায় আটকে পড়েছিলেন তারা। যখন আগুন দেখতে পান তখন তাড়াহুড়া করে বিভিন্নভাবে সেখান থেকে নামতে গিয়ে আহত হন তারা। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।