Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে আগুন: ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ০০:১৫

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আগুন লেগেছে। আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন ওই এলাকার সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ নামে ভবনটিতে আগুন লাগে। রাত ৯টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত ৯টা ৫৬ মিনিটে আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটটি ইউনিট কাজ শুরু করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দুই দফায় আরও দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এখন ১২টি ইউনিট সেখানে কাজ করছে।

ভবনটির দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্তোরাঁ। এর ওপরের দিকে আবাসিক ফ্ল্যাট রয়েছে। স্থানীয়রা জানান, রাতের এই সময়ে সাধারণত রেস্তোরাঁটিতে প্রচুর জনসমাগম থাকে। ফলে অনেক মানুষ রেস্তোরাঁটিতে আটকা পড়তে পারেন।

ওই ভবনেরই ৬ষ্ঠ তলায় রয়েছে ফুকো হয় রেস্টুরেন্ট। ওই রেস্টুরেন্টের এক কর্মী জানান, দ্বিতীয় তলায় আগুন লাগলেও খুব দ্রুত সেই আগুন তাদের ওখানেও পৌঁছে যায়। তারা ১৫/২০ দ্রুত ছাদে আশ্রয় নেন।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবন থেকে জীবিতদের উদ্ধারেও কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে কর্মরতরা জানিয়েছেন, রাত ১১টা পর্যন্ত অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এসএস/ইএইচটি

বেইলি রোড আগুন

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর