Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগান ক্রিকেটের ৫ বছরের সম্প্রচার অনুমতি পেল বাংলাদেশের টিএসএম


২৪ মে ২০১৮ ২১:০২

।। সারাবাংলা ডেস্ক ।।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রচারে বাংলাদেশের ‘টোটাল স্পোর্টস মার্কেটিংকে (টিএসএম) পাঁচ বছরের অনুমতি দিয়েছে।

এই অংশীদারিত্ব চুক্তির আওতায় টোটাল স্পোর্টস ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট রোর্ডের সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সম্প্রচারের সুযোগ পাবে।

এ বছরের জুনে ভারতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার আন্তর্জাতিক সিরিজ থেকে এই সম্প্রচার শুরু হবে।

বৃহস্পতিবার (২৪ মে) দুবাইয়ের একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুকরুল্লাহ আতিফ মাশাল, টোটাল স্পোর্টস মার্কেটিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক চৌধুরী, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুল্লাহ স্তানিকজাঈ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটিড-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হোস্ট ব্রডকাস্টার গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ ও টপ অব মাইন্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর