Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা করে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ১৩:২০

নরসিংদী: জেলার সদর উপজেলায় প্রতারণার মাধ্যমে গ্রামবাসীর অন্তত ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এর মধ্যে বিকাশ ব্যবসায়ী মোমেন মিয়ার প্রায় এক কোটি ২৫ লাখ টাকা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিকাশ ব্যবসায়ী মোমেন মিয়া। এ সময় তার সঙ্গে আরও চার ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

অভিযুক্তরা হলেন- স্বামী মাইন উদ্দিন ও তার স্ত্রী মুন্নি আক্তার, ছেলে অনিক, মামা আব্দুর রহিম এবং জয়নাল। ইতোমধ্যে গত ১৫ ফেব্রুয়ারি বাখরনগরের অন্য একটি প্রতারণার মামলায় স্বামী-স্ত্রী জেল হাজতে রয়েছেন।

মোমেন মিয়া বলেন, ‘শহরের সাটিরপাড়া এলাকায় বেশ কয়েক বছর ধরে বিকাশ ও নগদসহ অন্যান্য প্রতিষ্ঠানের রিটেইলার হিসেবে ব্যবসা করে আসেছি। গত ১৮ জানুয়ারি শহরের ব্রাক্ষন্দীর তৌহিদা এন্টারপ্রাইজের মালিক আরেক বিকাশ ব্যবসায়ী আনিকুল ইসলাম আশীক আমার দোকানে আসেন। আমাকে তিনি বলেন তার বিকাশের ব্যবসার ভালো লাইন-গাইড আছে। আমি যদি তার সঙ্গে ব্যবসা করি তাহলে আমার ভালো মুনাফা হবে।’

‘এ আশ্বাসের প্রেক্ষিতে তার বাবা মাইন উদ্দিন এবং তার মা মুন্নি বেগমকে আমার বাসায় পাঠায়। তাদের কথায় রাজি হয়ে ব্যবসায়ীক লেনদেন শুরু করি। চলতি মাসের দুই তারিখ পর্যন্ত তারা ব্যবসায়ীক যোগাযোগ রাখলেও পরে আর টাকা না দিয়ে আমার প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার মতন আটকে দেন তারা।’

তিনি আরও বলেন, ‘পরে জানতে পারলাম আলোকবালী ইউনিয়নের আরও অন্তত ৩০ থেকে ৪০ জনের কাছ থেকে অন্তত ১২ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় মুন্নি আক্তার, মাইন উদ্দিন, তার ছেলে অনিক, মামা আব্দুর রহিম, জয়নালসহ একটি বিশাল চক্র। ইতোমধ্যে ১৫ ফেব্রুয়ারি বাখরনগরের আরেকটি প্রতারণার মামলায় তারা স্বামী-স্ত্রী জেল হাজতে রয়েছেন। এমতাবস্থায় আমরা আমাদের টাকা ফিরে পেতে আইনের আশ্রয় নিয়েছে।’

সারাবাংলা/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর