কিমের সঙ্গে বৈঠক বাতিল করলেন ট্রাম্প
২৪ মে ২০১৮ ২১:২৩ | আপডেট: ২৫ মে ২০১৮ ১৩:৩০
।। আন্তর্জাতিক ডেস্ক।।
অনেক জল্পনা ও কল্পনার পর সবাইকে হতাশ করে দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক বাতিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃস্পতিবার (২৪ মে) তিনি এই বৈঠক বাতিলের ঘোষণা দেন।
উত্তর কোরিয়ার দেয়া সাম্প্রতিক এক বিবৃতিতে প্রচণ্ড রাগ ও প্রকাশ্য বৈরিতা দেখানো হয়েছে, এই কারণে তিনি এই বৈঠক বাতিল করেছেন বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
তিনি বলেছেন, ‘পৃথিবীতে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার একটি দারুণ সুযোগ হারিয়ে গেল।’
কিমের কাছে লেখা একটি চিঠিতে ট্রাম্প লিখেছেন যে এখনও এই বৈঠকের বিষয়টি তার মাথায় রয়েছে এবং কোনো একদিন এই বৈঠক হবে বলে উল্লেখ করেছেন তিনি।
উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা অঞ্চলের সুরঙ্গ ধ্বংসের কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত জানালেন ট্রাম্প।
সারাবাংলা/এমআইএস