Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতিক-আমলা, ব্যবসায়ীদের অসৎ জোট হটাতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৪ ২২:৪৪

চট্টগ্রাম ব্যুরো: অসৎ রাজনীতিবিদ, অসৎ আমলা এবং অসৎ ব্যবসায়ী- এ ত্রিভুজ জোট দেশের সব দূরবস্থার জন্য দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও অর্থনীতিবিদ ডক্টর এম এম আকাশ।

শুক্রবার (১ মার্চ) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শাখা সিপিবির সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম এম আকাশ বলেন, ‘এদেশে এখন সবচেয়ে কোণঠাসা হচ্ছে সৎ রাজনীতিবিদরা। পার্লামেন্টেও সবচেয়ে কোণঠাসা রাজনীতিবিদরা। ৭৫ শতাংশ ব্যবসায়ী সংসদ দখল করে ফেলেছে। ব্যবসায়ীরাই এখন রাজনীতি করছে, যাদের প্রায় সবাই অসৎ। অসৎ রাজনীতিবিদ, অসৎ আমলা আর অসৎ ব্যবসায়ীরা জোট বেঁধেছে। তারাই ত্রিভুজের মতো তিন বাহু হয়ে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে।’

ত্রিভুজ অসৎ জোটের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন এলে আওয়ামী লীগ-বিএনপি কামড়াকামড়ি শুরু করে, যেন এক হায়েনা আরেক হায়েনার গলা জাপটে ধরবে! আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি- এগুলো অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিবিদের আশ্রয়-প্রশ্রয়দাতা। এরাই অসৎ ত্রিভুজ জোট সৃষ্টির কারিগর। এ জায়গায় এদের মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচন এলে এরা বিদেশিদের দিকে তাকিয়ে থাকে। সংগ্রামটা এদের বিরুদ্ধে একসাথে করতে হবে। দেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত করতে হবে। দ্বিদলীয় বৃত্ত আর অসৎ ত্রিভুজ জোটকে হঠাতে হবে। বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।’

বোয়ালখালী উপজেলা সিপিবির সভাপতি নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন সাইফুর পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলার সভাপতি কানাই দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী, সম্মেসলন প্রস্ততি পরিষদের চেয়ারম্যান জামাল আবদুল নাসের ও সদস্য সচিব সুকান্ত শীল, টিইউসি নেতা ফজলুল কবীর মিন্টু, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক এনামুল হক মঞ্জু, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক শিমুল ধর, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি শ্যামল বিশ্বাস, কৃষক সমিতির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু।

বিজ্ঞাপন

উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ শ্রমিক নেতা মোহাম্মদ আলী। এরপর গণসংগীত পরিবেশন করেন বোয়ালখালী সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা। উদ্বোধন শেষে লাল পতাকা মিছিল বের হয়।

কোতোয়ালী থানা সিপিবির সম্মেলন
এদিকে শুক্রবার বিকেলে চট্টগ্রামের কোতোয়ালী থানা সিপিবির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নগরীর আন্দরকিল্লা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন সিপিবির সংস্কৃতিক শাখার শিল্পীরা।

সিপিবি, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, জেলা সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এবং সহকারি সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া।

সমাবেশ শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রদীপ ভট্টাচার্যকে সভাপতি, দেবাশীষ সেন সাধারণ সম্পাদক ও জাবেদ চৌধুরীকে সহকারি সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সারাবাংলা/আরডি/এমও

অসৎ জোট ব্যবসায়ী রাজনীতিক-আমলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর