নরসিংদী: ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’ এই প্রতিপাদ্যে সারা দেশের মতো নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (২ মার্চ) জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি র্যালি সার্কিট হাউস থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় দিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার,, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তোহা, জেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক বক্তব্য দেন।