Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় বিমান থেকে ত্রাণ ফেলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২৪ ১৩:৪৬

গাজায় সামরিক বিমান থেকে ত্রাণ ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর ইসরাইলি গুলিবর্ষণের একদিন পর এ পরিকল্পনা ঘোষণা করেন তিনি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাইডেন জানান, আগামী দিনে মার্কিন সামরিক বিমান থেকে ত্রাণ দেওয়া হবে। জর্ডান এবং ফ্রান্সসহ অন্যান্য দেশ ইতিমধ্যে গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ করেছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রথম এমন উপায়ে ত্রাণ সরবরাহ করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার হোয়াইট হাউজে জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমাদের আরও কিছু করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও করবে। গাজায় যে পরিমাণ ত্রাণ সরবরাহ হচ্ছে তা যথেষ্ট নয়।

শুধু আকাশপথেই নয়। জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় প্রচুর পরিমাণে সহায়তা দেওয়ার জন্য একটি সামুদ্রিক করিডোরের সম্ভাবনাও দেখছে।

সারাবাংলা/আইই

গাঁজা ফিলিস্তিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর