Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত বছরের চেয়ে ১৩ কোটি বেড়েছে, এবার বিক্রি ৬০ কোটি টাকার বই

ঢাবি করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৪ ২১:১২

ঢাকা: গতবছরের তুলনায় ১৩ কোটি বেড়ে এবারের বইমেলায় বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার বেশি মূল্যের বই। গতবছর এই অংক ছিল ৪৭ কোটি। এবার মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১টি।

শনিবার (২ মার্চ) অমর একুশে বইমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে এ সব তথ্য জানান বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ।

সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

যে কোনোভাবে আগামী বইমেলাও সোহরাওয়ার্দী উদ্যানে করার ব্যবস্থা করা হবে বলে সমাপনী অনুষ্ঠানে জানান সদ্য নিযুক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

তিনি বলেন, ‘বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা এখন ঐতিহ্য হয়ে গেছে। এই বইমেলা সরানোর বিষয়ে কথা উঠেছে। আমরা কোনো না কোনো ব্যবস্থা করে বইমেলা এখানে রাখার ব্যবস্থা করব।’

তিনি বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী আয়োজনে এসেছিলাম। জীবনে চিন্তাও করিনি বইমেলার সমাপনী আয়োজনে আমি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে হাজির হবো। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই। প্রতিশ্রুতি তো ভঙ্গ হয়ে যায়। আমরা সবাই মিলে যদি একটি টিমওয়ার্ক করতে পারি, তাহলে কাজটি ভালো হবে।’

এ সময় তিনি রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘এই বইমেলা আমাদের আবেগের এবং জাতিসত্তার মেলা। সারা পৃথিবী ঘুরে এসেও এমন একটি বইমেলা খুঁজে পাবেন না। এ বইমেলা আমাদের আবেগের মেলা, জাতিসত্তার মেলা। এই বইমেলা জাতি হয়ে ওঠার বইমেলা, আমাদের মাটি ও মানুষকে ভালোবাসার বইমেলা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত বছরের তুলনায় এবার ১৩ কোটি টাকার বেশি বই বিক্রি বেড়েছে। পহেলা মার্চ পর্যন্ত মেলায় দর্শনার্থীর সংখ্যা ৬০ লাখের কাছাকাছি ছিল। ২ মার্চ পর্যন্ত নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১ টি। যেখানে গতবছর ছিলো ৩ হাজার ৭৩০টি। মোড়ক উন্মোচন হয়েছে ৬০০ বইয়ের। যুগ যুগ ধরে এই মেলা বেঁচে থাকবে মানুষের মাঝে।’

সারাবাংলা/আরআইআর/একে

অমর একুশে বইমেলা বইমেলা ২০২৪ বাংলা একাডেমি বেচাবিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর