Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি-সুয়ারেজের জোড়া গোলে শীর্ষে উঠল মায়ামি

স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৪ ০৯:৩১

মেসি-সুয়ারেজে মায়ামির বিশাল জয়

বার্সেলোনায় দুজন একসাথে করেছেন অনেক গোল। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের বার্সা অধ্যায় এখন শুধুই স্মৃতি। বার্সার পর ইন্টার মায়ামিতে আবারও জুটি বেঁধেছেন মেসি-সুয়ারেজ। মায়ামির মাঠে এই জুটির দুর্দান্ত এক ফুটবলে বড় জয় পেয়েছে ক্লাবটি।। মেজর সকার লিগে অরলান্ডো সিটির বিপক্ষে মেসি-সুয়ারেজের জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি।

মায়ামির হয়ে নিজের প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি সুয়ারেজ। আজ মাত্র ৪ মিনিটের মাথায়ই বল জালে জড়িয়ে ক্লাবের হয়ে প্রথম গোল পেয়েছেন সুয়ারেজ। ১১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এই উরুগুয়ে ফরোয়ার্ড। ২৯ মিনিটে সুয়ারেজের পাসেই মায়ামিতে ৩-০ গোলে এগিয়ে দেন রব টেইলর।

বিজ্ঞাপন

প্রথমার্ধে কিছুটা ম্লান থাকলেও দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মেসি। ৫৭ মিনিটে গোলের দেখা পান মেসি। বক্সের ভেতর বল পেয়ে গোল করতে ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। এর পাঁচ মিনিট পরেই সুয়ারেজের পাসে দারুণ এক হেডে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান মেসি। এরপর বেশ কিছু সুযোগ এলেও হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি মেসি-সুয়ারেজের কেউই।

শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠল মায়ামি।

সারাবাংলা/এফএম

ফুটবল মায়ামি মেসি সুয়ারেজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর