Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডে আগুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আরও দুইজন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৪ ১২:২৯

ঢাকা: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আরও দুইজনকে ছুটি দেওযা হয়েছে। তবে এখনও ভর্তি আছেন তিনজন। তাদের অবস্থাও উন্নতির দিকে।

রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বেইলী রোডে ভবনে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. তরিকুল ইসলাম বলেন, ঘটনার দিন প্রথমে ১৪ জন হাসপাতালে আসেন। এরমধ্যে ১১ জনকে ভর্তি দেওয়া হয়। শনিবার (২ মার্চ) ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। এবং আজ আরও দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত তিনজন ভর্তি আছেন। তবে সবার অবস্থা উন্নতির দিকে।

ডা. তরিকুল বলেন, ভর্তি ৩জনের ভিতর ২ জনের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। একজনের আঘাত জনিত সমস্যা ছিল। তাদেরকে বিশেষভাবে কেয়ার নেয়া হচ্ছে। ধোয়ার কারণে তাদের শ্বাসনালী ক্ষতি হওয়ায় এখনও শ্বাসকষ্ট রয়েছে। এবং গলা ব্যাথাও রয়েছে। প্রয়োজন মত অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ বেইলি রোডে আগুন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর