Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল ও ব্লুটুথ হেডফোন নিয়ে পরীক্ষার হলে, পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৪ ২২:০৬

রাজশাহী: রাজশাহীতে মোবাইল ফোন ও ব্লুটুথ হেডফোন নিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দিতে আসা এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ মার্চ) রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে পরীক্ষার্থী মোবাইল ও ব্লুটুথ হেডফোন নিয়ে প্রবেশ করেছিল। এসব নিয়ে পরীক্ষায়ও অংশ নেয় সে। পরে কক্ষ পর্যবেক্ষক তা খুঁজে পান। এ অপরাধে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিদ্যালয়টির কেন্দ্রসচিব ড. নূরজাহান বেগম বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসএসসি পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন ও একটি ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। এসব ব্যবহার করে পরীক্ষায় সে অসদুপায় অবলম্বনের চেষ্টা করেছিল। তাই তাকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃত পরীক্ষার্থী রাজশাহীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এটি একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা ছিল। বিভাগের আট জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৮৭৬ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৮১ হাজার ৪৪৪ জন। এ দিন শুধু একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৩২ জন।

সারাবাংলা/পিটিএম

বহিষ্কার ব্ল্রটুথ হেডফোন

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর