Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাগজ সংকটে সনদ-নম্বরপত্র পাচ্ছে না ইবি শিক্ষার্থীরা

ইবি করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ১৫:৫১ | আপডেট: ৪ মার্চ ২০২৪ ১৬:৫৭

কুষ্টিয়া: কাগজ সংকটের কারণে সনদ ও নম্বরপত্র সংগ্রহ করতে পারছেন না ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এতে বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদন করে নির্দিষ্ট সময়ে কাগজপত্র জমা দেওয়া যাচ্ছে না।

পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সনদ ও নম্বরপত্র উত্তোলন প্রক্রিয়া নতুন করে অনলাইনে হলেও তার প্রয়োজনীয় ফরমেট এখনও দিতে পারছে না কর্তৃপক্ষ। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। অন্যদিকে ২০১-১৮ শিক্ষাবর্ষের একাধিক বিভাগের নম্বরপত্রের বই শেষ হয়ে গেছে বলে জানা যায়। তবে বই শেষ হয়ে গেলেও তা লিখিত অথবা মৌখিক কোনোভাবেই প্রধান পরীক্ষা নিয়ন্ত্রককে অবগত করেনি বলে অভিযোগ রয়েছে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, ‘২০১৮-১৯ শিক্ষাবর্ষে নতুন ফরমেটের কাগজসমূহ আনার জন্য উপাচার্য এরইমধ্যে অনুমোদন দিয়েছেন। চেক হয়ে গেলে কেন্দ্রীয় ক্রয় কমিটির সঙ্গে মিটিং করে কয়েকদিনের মধ্যে তা ঢাকা থেকে আনা যাবে বলে আশা করছি।’

তিনি বলেন, ‘২০১৭-১৮ শিক্ষাবর্ষের যেসব বিভাগের সনদ বা নম্বরপত্রের বই শেষ তারা আমাদেরকে নোটের আকারে জানালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘কাগজ শেষ হওয়ার কয়েকমাস আগেই নোট দেওয়ার দরকার ছিল। সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলব।’

সারাবাংলা/একে

ইবি ইসলামী বিশ্ববিদ্যালয় কাগজ সংকট টপ নিউজ পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর