নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় তৃষা রাণী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৃষা রানী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে এবং সে অষ্টম শ্রেণীতে পড়ত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রানী তার বাবার সঙ্গে সিংড়া থেকে মোটারসাইকেলে বাগাতিপাড়ায় যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তৃষা রানীকে চাপা দিলে সে ঘটনাস্থালেই মারা যায়। মোটরসাইকল চালক তাপস আহত হন। মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়। স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক তাপস কুমারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।