Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন কোন ব্যবসায় নামলেন সাকিব?

স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪ ১৬:১৬

তিন ফরম্যাটেই অলরাউন্ডারের শীর্ষস্থান হারালেন সাকিব

ক্রিকেটের মাঠে তো বটেই, বেশ কয়েক বছর ধরে ব্যবসার মাঠেও সমানভাবে ব্যস্ত তিনি। খেলার পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসার সাথে জড়িত হয়েছেন সাকিব আল হাসান। কিছু ব্যবসায় এসেছে সাফল্য, কোনটায় আসেনি। এবার নতুন আরেকটি ব্যবসা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। দেশীয় জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়ারের সাথে যৌথভাবে নতুন একটি ব্র্যান্ড চালু করেছেন সাকিব। ব্র্যান্ডের নাম রাখা হয়েছে ‘এসএএইচ ৭৫’।

বিজ্ঞাপন

ঢাকার আমারি হোটেলে ৩ মার্চ এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যবসা শুরুর ঘোষণা দেন সাকিব ও স্টেপের ব্যবস্থাপনা পরিচালক শামিম কবির। সাকিব জানান, এই ব্র্যান্ডের অধীনে স্পোর্টসওয়্যার, একটিভওয়্যার, ফুটওয়্যার, ক্রিকেট গিয়ার ও অন্যান্য জিনিস বিক্রি করা হবে। এই ব্যবসায় সাকিব ও স্টেপের সমান অংশীদারিত্ব থাকবে। সারা দেশে স্টেপের ৯৫টি আউটলেটে এসব পণ্য বিক্রি করা হবে।

সাকিব জানান, তার নতুন ব্র্যান্ডের পণ্যের দাম কিছুটা বেশি হবে। নিজের নতুন ব্যবসার জন্য সবার কাছে দোয়াও চান তিনি, ‘গত এক বছর ধরে এই ব্র্যান্ডের সাথে কাজ করছি। তাদের উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভালো পরামর্শও দরকার। আমি সব ধরনের ব্যবসা উপভোগ করি। মাছের ব্যবসা আমার বেশি পছন্দ। কিন্তু যেহেতু খেলাধুলা আমার জায়গা, তাই এই নতুন ব্র্যান্ড। বেশি দামে বিদেশি পণ্য ও কম দামে দেশি পণ্য কেনার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

সারাবাংলা/এফএম

ব্যবসা সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর