Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ’র উপাচার্য হচ্ছেন ডা. দীন মোহাম্মদ নূরুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৪ ২১:০৩

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

খুব দ্রুতই এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন চক্ষু বিশেষজ্ঞ ডা. দীন মোহাম্মদ নিজেই।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ডা. দীন মোহাম্মদ সারাবাংলাকে বলেন, কিছুক্ষণ আগেই আমি জানতে পেরেছি। আশা করছি খুব দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব নিলে আমি বিএসএমএমইউকে বিশ্বের একটি অন্যতম প্রধান স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। প্রধানমন্ত্রী আমাকে যে বিরাট আশা নিয়ে দায়িত্ব দিচ্ছেন তা আমি পূরণ করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, বিএসএমএমইউর বর্তমান উপাচার্য চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন ডা. দীন মোহাম্মদ নুরুল হক। আগামী ২৮ মার্চ শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে।

চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন ডা. দীন মোহাম্মদ নুরুল হক।

দেশের অন্যতম এই চক্ষু বিশেষজ্ঞ পরিচালক হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সারাবাংলা/এসবি/এনইউ

উপাচার্য টপ নিউজ ডা. দীন মোহাম্মদ নূরুল হক বিএসএমএমইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর