মাহমুদউল্লাহকে নিয়েই বেশি ভয়ে ছিলেন লংকানরা
৫ মার্চ ২০২৪ ০৯:৩৯
২০৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে খানিকটা নির্ভারই ছিলেন তারা। শুরুতে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়ে সহজ জয়ের স্বপ্নই দেখছিল শ্রীলংকা দল। তবে ম্যাচের দ্বিতীয় ভাগে মাহমুদউল্লাহ রিয়াদ-জাকের আলির দুর্দান্ত ব্যাটিংয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। যদিও শেষরক্ষা হয়নি, শ্রীলংকা জিতেছে ৩ রানে। ম্যাচ শেষে লংকান ব্যাটার সাদিরা সামারাবিক্রমা বলছেন, মাহমুদউল্লাহ ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন এমনটাই শঙ্কা ছিল তাদের।
চাপের মুখে দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন মাহমুদউল্লাহ। এর মাঝে একবার রিয়াদের ক্যাচও ফেলেছেন সামারাবিক্রমা। শেষ পর্যন্ত রিয়াদ কিংবা জাকের কেউই দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। সামারাবিক্রমা বলছেন, রিয়াদকে নিয়েই বেশি দুশ্চিন্তায় ছিলেন তারা, ‘আমি যখন মাহমুদউল্লাহর ক্যাচ ছাড়লাম তখন মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে থিকসানা তার উইকেট নিলো। সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমাদের বোলাররা চাপের মুখেও ভালো বোলিং করেছে। শেষ ওভারে শানাকা দুর্দান্ত ছিল। এতে ম্যাচটা আমাদের দিকে ঘুরে গেছে।’
মাঠে শিশির থাকায় বোলারদের কাজটা সহজ ছিল না বলেই মানছেন সামারাবিক্রমা, ‘বোলিং ইউনিট হিসাবে আমরা বেসিক জিনিসগুলো ঠিকঠাক করতে চেষ্টা করেছি। মাঠে অনেক শিশির ছিল। আমাদের বোলিং ঠিকভাবেই করতে হতো। পরিকল্পনা মূলত এটাই ছিল।’
নিজেদের ব্যাটিংকেই এক্স ফ্যাক্টর মানছেন সামারাবিক্রমা, ‘দল হিসাবে আমরা এখানে বেশ ভালো ব্যাটিং করেছি। উইকেটও ভালো ছিল। আমাদের ব্যাটিংই এখানে এক্স ফ্যাক্টর। কুশল, মকামিন্দু, আসালাংকা সবাই ভালো ব্যাটিং করেছে। এটা অবশ্যই খুশির খবর।’
সারাবাংলা/এফএম