Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেইলি রোডের সুলতান’স ডাইন ও নবাবী ভোজ সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৪:৫৩

ঢাকা: রাজধানীর হোটেল-রেস্তোঁরাগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি রয়েছে কিনা তা খুঁজতে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই ধারাবাহিকতায় বেইলি রোডের সুলতান’স ডাইন রেস্টুরেন্ট সিলগালা করেছে সংস্থাটি। এছাড়া ‘নবাবী ভোজ’ রেস্টুরেন্টটিও সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সুলতান’স ডাইন রেস্টুরেন্টটি সিলগালা করে রাজউক। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকারী দলটি বেইলি রোডের সুলতানস ডাইন পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। সেখানে এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’।

পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় রাজউক।

এর আগে, মঙ্গলবার (৫ মার্চ) সকালে বেইলি রোডের বন্ধ থাকা ‘নবাবী ভোজ’ রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়। সিলগালার সময় রেস্টুরেন্টের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/ইউজে/এমও

নবাবী ভোজ বেইলি রোড সিলগালা সুলতান’স ডাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর