শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে আগুন
৫ মার্চ ২০২৪ ১৫:৩০
ঢাকা: শাহবাগ থানার ডাম্পিং স্টেশনে আগুন লেগেছে। পরিত্যক্ত গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা তিনটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন— আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আরও জানান, আগুনের খবর পেয়ে পলাশী এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে বিকেল ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, শাহবাগ থানার পাশের সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেটসংলগ্ন ডাম্পিং স্টেশনে থাকা পরিত্যক্ত গাড়িগুলো থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিস দ্রুতই কাজ শুরু করায় আগুন চারপাশে ছড়িয়ে যায়নি।
সারাবাংলা/আরআইআর/এমও