Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতৃহারা হলেন চিত্রনায়ক বাপ্পী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৮:২৪

বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা মা মারা গিয়েছেন। তিনি মঙ্গলবার (৫ মার্চ) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসকল তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত গাড়ি চালক।

জানা যায়, চিত্রনায়ক বাপ্পীর মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেন। কিন্তু শেষ রক্ষা হয় নি।

বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’ সহ কয়েকটি সিনেমা।

২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বাপ্পী চৌধুরীর। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বাপ্পীসহ মাহিয়া মাহিরও অভিষেক হয়েছিল। দুজনেই বাংলা চলচ্চিত্রের সফল নায়ক-নায়িকা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেডএস