Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ১৯:৪৮

ঢাকা: রাজধানীর গুলশানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রশিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক মারা গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে শুলশান-২ এ ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালে মৃত রশিদুলের ভাই আতাউর রহমান জানান, তারা পাশাপাশি ভবনে কাজ করেন। রশিদুল ভবনের রুপোশ মেশিনের অপারেটর ছিলেন। ঘটনার সময় ২০তলায় কাজ করছিল তিনি। নিচ থেকে রুপোশে করে মাল ওঠানোর সময় মেশিনসহ নিচে পরে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

আতাউর আরও জানান, তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাঙনি বেতগেরা গ্রামে। তিনি বর্তমানে ওই ভবনেই থাকতেন। স্ত্রী ও দুই ছেলে গ্রামে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

নির্মাণাধীন ভবন মৃত্যু শ্রমিক

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর