সুন্দরবনের করমজল ঘুরে দেখলেন এনডিসির প্রতিনিধিরা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ২২:৩৪
৫ মার্চ ২০২৪ ২২:৩৪
বাগেরহাট: সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল ঘুরে দেখলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা কুমির ও হরিণ প্রজনন কেন্দ্র, বিভিন্ন গাছপালাসহ সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখেন।
করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির প্রতিনিধি দলটির সদস্যদের করমজলের গুরত্ব ও তাৎপর্যসহ সুন্দরবনের ওপর সংক্ষিপ্তভাবে বিফ্রিং করেন।
আজাদ কবির জানান, ভ্রমণকারীদের মধ্যে শ্রীলঙ্কা, ভারত, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ আটটি দেশের আটজন ব্রিগেডিয়ার জেনারেল, কমোডর, যুগ্মসচিব, এয়ার কমোডরসহ এনডিসির ১৯ জন সহ মোট ২৭ জন সুন্দরবনের এ সফরে আসেন। তারা প্রকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন।
সারাবাংলা/এনইউ