Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট থেকে যাত্রা শুরু করল সোস্যাল কমিউন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ২১:৩৭

ঢাকা: সিলেট মহানগরে যাত্রা শুরু করলো দেশের প্রথম সোস্যাল কমিউন। দুঃস্থ নারীদের প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং ছোট ছোট উদ্যোগ গড়ে তোলাই এই কমিউনের উদ্দেশ্য। এ ছাড়া এই কমিউন গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত বিষয় নিয়েও কাজ করবে।

মঙ্গলবার (৫ মার্চ) সিলেটের তেমুখীতে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, গ্রাসরুটসের উদ্যোগে এই কমিউনের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোস্যাল কমিউনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। গ্রাসরুটস মেডিকেল সার্ভিসেস এই কমিউনে স্বাস্থ্য সেবা দেবে।

পরিচালক ডা. সাবরিনা আহমেদ জানান, আগামী কয়েক দিনের মধ্যেই তারা স্বাস্থ্য সেবা দিতে শুরু করবেন। ধীরে ধীরে এই সেবা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রাসরুটস কেন্দ্রীয় কমিটির জাতীয় সমন্বয়করী অনিতা দাস গুপ্ত, জেলা সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট মহানগরের সভাপতি জহুরা আক্তার, সম্পাদক নাফিসা শবনম, সেলিনা আক্তার, সেলিনা বেগমসহ সংগঠনের অন্য সদস্যরা।

সারাবাংলা/ইএইচটি/টিআর

গ্রুসরুটস নারী উদ্যোক্তা সোস্যাল কমিউন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর