Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় বাংলা কনসার্ট: সিএমপির ৫ দফা নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ২২:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে প্রথমবার ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করা হচ্ছে। কনসার্ট উপভোগ করতে আসা দর্শনার্থীদের জন্য এবার নতুন ট্রাফিক নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), যেখানে স্টেডিয়ামের আশেপাশে গাড়ি পার্কিং করে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে গণমাধ্যেমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্টের দিন স্টেডিয়ামের মূল গেট থেকে ভেতরে জিমনেসিয়ামের দিকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। দর্শনার্থীরা পায়ে হেঁটে স্টেডিয়ামে প্রবেশ করবেন। সরকারি দফতর ও সাংবাদিকসহ অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা তাদের গাড়ি জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠ ও সিআরবির ভেতরে পার্কিং করবেন।

কোনো অবস্থাতেই কাজির দেউড়ি, র‌্যাডিসন ব্লু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, নেভাল অ্যাভিনিউ এলাকায় গাড়ি পার্কিং করে না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপি পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভিআইপিদের গাড়ি স্টেডিয়ামের দক্ষিণ পাশের গেট দিয়ে প্রবেশ করে জিমনেসিয়াম মাঠে পার্কিং করবে। এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিল্পীদের জন্য মঞ্চের পেছনে মহানগর ক্রীড়া সংস্থা ও বিদ্যুৎ অফিসসংলগ্ন গেট দিয়ে ঢোকার ব্যবস্থা করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার স্পিনা রানী প্রামাণিক সারাবাংলাকে জানান, প্রয়োজনে রাস্তায় রোড ব্যারিয়ার দিয়ে ন্যাভাল অ্যাভিনিউ মোড়, কাজির দেউড়ি, সিআরবি সাত রাস্তা ও ইস্পাহানী মোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কনসার্ট সুন্দর ও সুষ্ঠুভাবে করতে সিএমপির পুলিশ সদস্যরা স্টেডিয়ামের আশপাশে সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার (৭ মার্চ) প্রথমবারের মতো বন্দরনগরীতে জমকালো আয়োজনে হবে জয় বাংলা কনসার্ট, যা এতদিন ঢাকায় হয়ে আসছিল। প্রতিবছর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটির স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’।

৭ মার্চ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গান পরিবেশন করবে ৯টি খ্যাতনামা ব্যান্ডদল। এগুলো হলো— চিরকুট, আর্টসেল, মেঘদল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, অ্যাভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।

সারাবাংলা/আইসি/টিআর

জয় বাংলা কনসার্ট রোড ডাইভারসন

বিজ্ঞাপন

বিজয়ের মাসে ‘নয়া মানুষ’
২১ নভেম্বর ২০২৪ ১৮:২১

আরো

সম্পর্কিত খবর