Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মার্চ বিআইডব্লিউটিএ অফিসার অ্যাসোসিয়েশন নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৭:৩০

ঢাকা: বিআইডব্লিউটিএ অফিসার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। লক্ষ্য করা যাচ্ছে এই নির্বাচন নিয়ে বিআইডব্লিউটিএ’তে কর্মকর্তারা আনন্দঘন পরিবেশে অংশ নিচ্ছেন।

কর্মকর্তারা বহুদিন পর ভোটের অধিকার ফেরত পেয়ে আনন্দ উল্লাস করছেন। সারা বাংলাদেশের বিআইডব্লিউটিএর সব কর্মকর্তারা আগামী ৯ মার্চ তারিখে সবাই ভোট দেওয়ার জন্য বিআইডব্লিউটিএ সদর দফতরে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশ নির্বাহী কমিটিতে ২৫টি পদ রয়েছে। সভাপতি একটি সহ-সভাপতি তিনটি সাধারণ সম্পাদক একটি যুগ্ম সাধারণ সম্পাদক দুটিসহ ২৫টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে তফসিল আচরণবিধি প্রকাশ করেছে।

জানা গেছে, ২৫টি পদের বিপরীতে প্রায় ৭৫ জন কর্মকর্তা প্রার্থী হতে যাচ্ছেন। খসড়া ভোটার তালিকায় ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। নির্বাচনে ভোটার সংখ্যা ৫৯৪ জন।

সারাবাংলা/ইউজে/এমও

অফিসার অ্যাসোসিয়েশন বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিএ অফিসার অ্যাসোসিয়েশন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর