Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে অগ্নিকাণ্ডে কয়েল কারখানা পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ১৯:০১

বাগেরহাট: বাগেরহাট শহরের দড়াটানা সেতুসংলগ্ন নারকেলের আচা দিয়ে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেলেও কর্মরত ২৫ শ্রমিক সবাই নিরাপদ রয়েছেন।

বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।

বাগেরহাট ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাহাবুদ্দিন জানান, শহরের দড়াটানা ব্রিজ এলাকায় নারকেলের আচা গুঁড়া করা কারখানায় আগুনের খবর শুনে আমাদের দু’টি ইউনিট তড়িৎগতিতে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় কেই হতাহত হয়নি।

কারখানার মালিক আল-আমিন হোসেন জানান, দুপুরে শ্রমিকরা টিফিনে গেলে আগুন দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমান জানা যায়নি।

সারাবাংলা/এমও

অগ্নিকাণ্ড কয়েল কারখানা বাগেরহাট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর