Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ২০:৫৮

খুলনা: খুলনায় কেসিসি নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করা হয়। খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বারখাস্ত করার নির্দেশ দেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মূল ঘটনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া ওই শিক্ষককে শোকজ করা হয়।

সারাবাংলা/পিটিএম

শিক্ষক বরখাস্ত শ্লীলতাহানি স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর