Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৪ ২১:২৯

স্বস্তির জয় পেল বাংলাদেশ

প্রথম ম্যাচে খুব কাছে গিয়েও হতাশা দিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচটা তাই শান্তদের জন্য ছিল বাঁচা মরার লড়াই। সিরিজের দ্বিতীয় টি-২০তে সিলেটের মাঠে আজও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। লংকানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন-সৌম্যের ঝড়ো সূচনার পর শান্ত-হৃদয়ের দারুণ জুটিতে ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ।

১৬৬ রানের টার্গেট সৌম্য-লিটন জুটি শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। সৌম্য অবশ্য এর মাঝেই ফিরতে পারতেন। ১৪ রানের মাথায় ফার্নান্দোর বলে কিপারের হাতে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে রিভিউ নিয়ে বেঁচে যান সৌম্য। সেই রিভিউ নিয়ে অবশ্য বেশ উত্তেজনা ছড়িয়েছে। আউট না নট আউট, সেটা নিয়ে বেশ কিছুক্ষণ তর্কে জড়িয়েছেন লংকান ক্রিকেটাররা। স্নিকোতে ব্যাটে লাগার আভাস পাওয়া গিয়েছিল, ছিল শব্দও। তবে ব্যাট-বলের মাঝে ফাকা জায়গা থাকায় শেষ পর্যন্ত তাকে নট আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।

এরপর লিটন-সৌম্য আরও আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন। পাওয়ার প্লেতেই তাদের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে অনেকটাই এগিয়ে যায় দল। লিটন-সৌম্যর ৬৮ রানের জুটি ভাঙ্গে ৭ম ওভারে। ৫ চারে সাজানো ২২ বলে ২৬ রানের ইনিংসের পর সৌম্য ফেরেন পাথিরানার বলে। সৌম্য ফিরলেও শান্তকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন লিটন। ৫ চার ও ১ ছয়ে লিটন করেছেন ৩৬ রান। তিনিও প্যাভিলিয়নে ফিরেছেন পাথিরানার শিকার হয়ে।

লিটন-সৌম্য ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে আর বিপদ আসতে দেননি শান্ত-হৃদয় জুটি। এই দুই ব্যাটারের ৮৭ রানের জুটি দলকে এনে দিয়েছে স্বস্তির জয়। লংকান বোলারদের হতাশায় ডুবিয়ে শান্ত তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। ছয় মেরেই দলের জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক। ৪টি চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৫৩ রান করেছেন শান্ত। অন্য প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন হৃদয়। ২ চার ও ১ ছয়ে ২৫ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন তিনিও।

এই জয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো বাংলাদেশ। আগামী ৯ মার্চ সিলেটে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-২০।

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ম্যাথিউস লিটন শান্ত সৌম্য সরকার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর