Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রামবাসীর আবেদনেই জয় বাংলা কনসার্ট এবার বন্দর নগরীতে’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৪ ২২:২৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামবাসীর আবেদনে সাড়া দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চের জয় বাংলা কনসার্ট এবার চট্টগ্রামে করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ খান বলেছেন।

তিনি বলেন, ‘১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সে ভাষণকে ধরে আমরা প্রতিবছর জয় বাংলা কনসার্ট করি। এবার ঐতিহাসিক জয় বাংলা কনসার্ট আমরা চট্টগ্রামে করতে যাচ্ছি। চট্টগ্রাম থেকে প্রচুর আবেদন ছিল যে কেন আমরা চট্টগ্রামে আসি না। এ কারণে আমরা এবার বন্দর নগরী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছি।’

বুধবার (৬ মার্চ) বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসক, রাজনৈতিক ব্যক্তিসহ সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তারা আমাদের এ মাঠে কনসার্ট করার সুযোগ করে দিয়েছেন। ঢাকা থেকে প্রায় নয়টি ব্যান্ড এ কনসার্টে আসছে।’

‘চট্টগ্রামের প্রায় ৫০ হাজার ছেলেমেয়ে উদগ্রীব হয়ে বসে আছে গান শোনার জন্য। একসাথে আমরা স্লোগান দেব, এবারের সংগ্রাম আমদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

আগামী বছরও চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট করার চেষ্টা থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে আমাদের চেষ্টা থাকবে, এ চট্টগ্রামে যাতে আমরা প্রতি বছরই কনসার্ট করতে পারি। আগামীকাল তিনটা থেকে শুরু হবে জয় বাংলা কনসার্ট, রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে।’

‘আমি চট্টগ্রামবাসী ও তরুণদের নিমন্ত্রণ করতে চাই যেন সবাই আসেন। এ কনসার্ট চলাকালীন অনেকে হয়তো সমস্যায় পড়তে পারেন বা অসুবিধা হবে। তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

দর্শনার্থীদের ঢোকার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন প্রশ্নের জাবে নসরুল হামিদ খান বলেন, ‘সবগুলো গেইট খোলা থাকবে। সেখানে সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। এখানে ছেলে-মেয়েদের জন্য আলাদাভাবে পর্যাপ্ত পরিমাণ শৌচাগার থাকবে। কোনো অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেভাবে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। যারা রেজিস্ট্রেশন করেছে তাদের বাইরে কেউ আসতে পারবে না। তবে আমরা বাইরে একটা এলইডি স্ক্রিনের ব্যবস্থা করেছি, সেখানে সবাই বিনামূল্যে দেখতে পারবে।’

১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট। বৃহস্পতিবার (৭ মার্চ) বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে এ কনসার্ট, যা এতদিন ঢাকায় হয়ে আসছিল।

প্রতিবছর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটির স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’।

কনসার্টে গান পরিবেশন করবে নয়টি খ্যাতনামা ব্যান্ডদল। এগুলো হলো— চিরকুট, আর্টসেল, মেঘদল, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, অ্যাভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।

সারাবাংলা/আইসি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর