‘ঘরের ছেলে’ তীরন্দাজকে দিয়ে শুরু জয় বাংলা কনসার্ট
৭ মার্চ ২০২৪ ১৬:৪৫
চট্টগ্রাম ব্যুরো: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শুরু করেছে ‘জয় বাংলা কনসার্ট’। ঢাকার বাইরে প্রথম এ আয়োজন নিয়ে চট্টগ্রামের তরুণদের মধ্যে গত ক’দিন ধরে যে উচ্ছ্বাস দেখা দিয়েছিল, তারই প্রতিফলন ঘটেছে মাঠে। শুরুর মধ্যেই হাজারও তরুণ-তরুণীর কোলাহলে মুখরিত হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রামের ব্যান্ড তীরন্দাজের গান দিয়ে শুরু হয় কনসার্ট। মঞ্চে এসেই জাগরণের গান দিয়ে মাতিয়ে তোলেন শিল্পীরা। ২৫ মিনিট ধরে বিভিন্ন গান পরিবেশন করেন, যার মধ্যে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গানও আছে।
বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মঞ্চে উঠে কার্নিভাল। এরপর পর্যায়ক্রমে মেঘদল, অ্যাভোয়েড রাফা, লালন, ক্রিপটিক ফেইট, নেমেসিস, চিরকুট, আর্টসেল তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসবে। প্রতিটি ব্যান্ডদল ৪৫ মিনিট করে পরিবেশনার সময় পাচ্ছে।
চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়ুয়া রনি মজুমদার, ত্রয়া চাকমা, মনজুরুল তারেক, রশ্নি বড়ুয়া ও জান্নাত- এ পাঁচবন্ধু মিলে এসেছেন কনসার্টে।
ত্রয়া চাকমা সারাবাংলাকে বলেন, ‘দুপুর একটায় এসে লাইন ধরতে হয়েছে। এক ঘন্টা পর স্টেডিয়ামে ঢুকতে পেরেছি। এসে অনেক ভালো লাগছে। একটি আনন্দমুখর পরিবেশে। আমার পছন্দের ব্যান্ড চিরকুট। সুমি আপাকে কখনো সামনা সামনি দেখিনি। তাকে একটু দেখতে ও তার গলায় গান শুনতে এসেছি।’
মনজুরুল তারেক সারাবাংলাকে বলেন, ‘আমাদের অনেক বন্ধুই আসতে পারেনি। রেজিস্ট্রেশন করতে পারেনি অনেকে। আমরা করতে পেরেছি। এসে ভালো লাগছে। আর্টসেলের লিংকন দাদার গান শুনতে ভালো লাগে খুব। আমাদের অনেক বন্ধু এখনও লাইনে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত থাকার ইচ্ছে আছে। পুলিশের সদস্যরাও শৃঙ্খলা ও নিরাপত্তার কাজটা ভালোভাবেই করছেন।’
স্টেডিয়ামে ছয়টি গেইট থাকলেও চারটি দিয়ে দর্শনার্থীরা ঢুকতে পারছেন। বাকি দুইটি গেইট ভিআইপি ও শিল্পীদের ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। চারটি গেইটের তরুণ-তরুণীদের লম্বা সারি দেখা গেছে।
১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কালজয়ী ভাষণের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্ট। প্রতিবছর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটির স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’।
কনসার্টের আগের দিন বুধবার সন্ধ্যায় প্রস্তুত হয় সুবিশাল মঞ্চ। এরপর শিল্পীরা বিভিন্ন গানের সঙ্গে মূল কনসার্টের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় গানের সঙ্গে সঙ্গে আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় স্টেডিয়ামে। সেই সঙ্গে গিটার ও ড্রামের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম।
সারাবাংলা/আইসি/ইআ