Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ই মার্চ’কে বাংলাদেশ দিবস ঘোষণা করা হোক: গণতন্ত্রী পার্টি

সারাবাংলা ডেস্ক
৭ মার্চ ২০২৪ ২০:৩২

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ভাষণের দিনকে বাংলাদেশ দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৭ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ যৌথ বিবৃতিতে বলেন, ‘আজকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশেষ তাৎপর্য বহন করছে। মূলত এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার বিশাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।’

‘এই ভাষণের পরপরই সমগ্র বাঙালি জাতির স্বাধীনতা মন্ত্রে উৎজীবিত হয় এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করে। এছাড়াও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বে ঐহিত্যের মর্যাদা লাভ করেছে।’

গণতন্ত্রী পার্টি মনে করে ৭ই মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করা হোক।

সারাবাংলা/একে

৭ মার্চ ঐতিহাসিক ভাষণ গণতন্ত্রী পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর