Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারুণ্যের উচ্ছ্বাসে উম্মাতাল এম এ আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ২১:৫৫

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে তারুণ্যের ঢল নেমেছে। ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: হাজার হাজার তরুণ-তরুণীর ‘জয় বাংলা’ স্লোগানে উন্মাতাল চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম। তাদের মধ্যেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ৭ মার্চের কালজয়ী ভাষণের চেতনা ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছিল কনসার্ট। সেই কনসার্টে দেশসেরা ব্যান্ড দলগুলোর পরিবেশনা আর তারুণ্যের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে স্টেডিয়াম।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল ৩টায় শুরু হয় কনসার্ট। মঞ্চ মাতাতে প্রথমে আসে চট্টগ্রামের ব্যান্ডদল তীরন্দাজ। মঞ্চে এসেই জাগরণের গান দিয়ে তারা পরিবেশনা শুরু করে। প্রায় ২৫ মিনিট ধরে শ্রোতাপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করে। এর মধ্যে মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও ছিল।

বিজ্ঞাপন

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মঞ্চে ওঠে চট্টগ্রামের আরেক ব্যান্ড দল কার্নিভাল। ৪০ মিনিটে পাঁচটি গানের পরিবেশনা শেষে মঞ্চ ছাড়ে তারা। বিকেল সাড়ে ৪টার দিকে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’ মঞ্চে উঠে প্রায় ৪৫ মিনিট গান করে। এ সময় কনসার্টে আসা দর্শক হাত উঁচিয়ে তাদের অভ্যর্থনা জানায়। হাওয়া সিনেমার ‘এ শহর’ গান দিয়ে পরিবেশনা শেষ হয় মেঘদলের।

মঞ্চে চলছে পরিবেশনা।ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

বিকেল ৫টা ২৫ মিনিটে মঞ্চে ওঠে তরুণদের মধ্যে সাড়া জাগানো ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’। ৩৫ মিনিটের চারটি গানের মধ্যে দিয়ে তারা তাদের পরিবেশনা শেষ করে।

এরপর ৩০ মিনিটের বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে ওঠে ফোক গানের আরেক জনপ্রিয় ব্যান্ড দল লালন। তারা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে হাজার তরুণ-তরুণী মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। জয় বাংলা, বাংলার জয় গান দিয়ে তারা তাদের পরিবেশনা শুরু করে।

বিজ্ঞাপন

লেজার শো আর আতশবাজি কনসার্টে যোগ করেছে বাড়তি আমেজ। ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

বিরতির মাঝে প্রায় ১৫ মিনিট ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণ বাজানো হয়। ভাষণ শেষে এলইডি স্ক্রিনে চলা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম স্লোগানে-স্লোগানে কেঁপে ওঠে। সবার মুখে মুখে তখন জয় বাংলা স্লোগান। বঙ্গবন্ধুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হাজার হাজার সমবেত তরুণ-তরুণী বলতে থাকেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।’

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মঞ্চে ওঠে ক্রিপটিক ফেট। রাত ৮টা ৩৫ মিনিটের দিকে নেমেসিস মঞ্চে ওঠে তাদের পরিবেশনা নিয়ে। অপেক্ষমাণ আছে চিরকুট আর আর্টসেল। প্রতিটি দলের জন্য নির্ধারিত সময় ৪৫ মিনিট।

গানের তালে তালে উন্মাতাল তারুণ্য। ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

হাজার, হাজার তরুণ-তরুণী লাল-নীল রঙের ‘জয় বাংলা’ লেখা টি-শার্ট গায়ে জড়িয়ে কনসার্ট উপভোগ করছেন। পুরো মাঠ ও গ্যালারিজুড়ে লাল আর নীলের ছড়াছড়ি। যেদিকে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। সন্ধ্যা ঘনাতেই পুরো আকাশ আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে।

কনসার্টে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহা ফারিন সারাবাংলাকে বলেন, ‘এত বড় কনসার্ট এর আগে কখনো দেখিনি। যেসব ব্যান্ড এসেছে আমি তাদের সবারই গান শুনি। সবারই আমার প্রিয়। এ রকম কনসার্ট চট্টগ্রামে আরও হওয়া দরকার। ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের চেতনা ছড়িতে দিতে এ উদ্যেগ অবশ্যই প্রশংসনীয়।’

তারুণ্যের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এম এ আজিজ স্টেডিয়াম। ছবি: শ্যামল নন্দী/ সারাবাংলা

প্রতিবছর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটির স্মরণে জয় বাংলা কনসার্ট আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্ল্যাটফর্ম ‘ইয়াং বাংলা’। গত সাত বছর ধরে ঢাকায় এ আয়োজন হয়ে এলেও এবার প্রথম চট্টগ্রামে এসেছে ইয়াং বাংলা।

সারাবাংলা/আইসি/টিআর

এম এ আজিজ স্টেডিয়াম জয় বাংলা জয় বাংলা কনসার্ট টপ নিউজ সিআরআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর