Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও এক বছরের জন্য কৃষি সচিব ওয়াহিদা আক্তার

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৪ ২২:৩০

ঢাকা: আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারকে তার অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১২ মার্চ থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, ওয়াহিদা আক্তার ২০২২ সালের ২৯ ডিসেম্বর কৃষি সচিব হিসাবে যোগ দেন। কৃষি সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (প্রশাসন) হিসেবে প্রায় দুই বছর কাজ করেন।

এর আগে, তিনি প্রায় ৪ বছর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে এবং ৫ বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে কাজ করেন।

ওয়াহিদা আক্তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার নিজ বাড়ি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে সন্তানের জননী। তার স্বামী ড. শেখ মোহাম্মদ বখতিয়ার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হিসেবে কর্মরত।

সারাবাংলা/ ইএইচটি/একে

কৃষি সচিব নিয়োগ প্রজ্ঞাপন

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর