ধারালো অস্ত্রের আঘাতে কবি নজরুল কলেজ শিক্ষার্থীর মৃত্যু
৮ মার্চ ২০২৪ ০৯:০৯
ঢাকা: রাজধানীর উত্তর মুগদায় ধারালো অস্ত্রের আঘাতে আহত কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াস ইকবাল (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় তার বন্ধু শামীম (২৪) গুরুতর আহত হয়েছেন।
আহত শামীম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উত্তর মুগদা লিটল এঞ্জেল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২টার দিকে মারা যান পিয়াস।
হাসপাতালে পিয়াসের প্রতিবেশি ফখরুল আলম জানান, পিয়াসের বাবার নাম ইকবাল হোসেন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। বর্তমানে উত্তর মুগদায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন। রাত ১০টার দিকে তারই পরিচিত এবং কয়েকজন বন্ধু-বান্ধব তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাসার অদূরে লিটল এঞ্জেল গলিতে তাকে ও তার বন্ধু শামীমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পিয়াস মারা যান। শামীম হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পিয়াসের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর শামীম জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। মোবাইল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি মুগদা থানা পুলিশ তদন্ত করছে।
সারাবাংলা/এসএসআর/এনএস