অস্ট্রেলিয়ার সাথে সিরিজ বাতিল করবে আয়ারল্যান্ড?
৮ মার্চ ২০২৪ ১০:৪২
টেস্টে খেলুড়ে দেশগুলোর সাথে কালে-ভদ্রেই সিরিজ খেলার সুযোগ আসে তাদের সামনে। ২০২৪ সালের এফটিপিতে ঘরে ও বিদেশের মাটিতে বেশ কয়েকটি বড় সিরিজ খেলার সুযোগ এসেছে আয়ারল্যান্ডের। তবে অর্থ ও ভেন্যু সংকটের কারণে বেশ বিপাকে পড়েছে দেশটি। এই কারণে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে ও টি-২০ সিরিজ বাতিল করতে পারে আইরিশরা!
করোনার পর থেকেই অর্থনৈতিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে আয়ারল্যান্ড। সেই প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই বছরে এফটিপিতে বেশ কয়েকটি সিরিজ পেয়েছে আয়ারল্যান্ড। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড; থাকছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও। পুরুষ দলের পাশাপাশি ব্যস্ত থাকবে নারী দলও। ইংল্যান্ড, শ্রীলংকা ও নেদারল্যান্ডস নারী দল এই বছর আয়ারল্যান্ড সফর করবে।
পরপর এতগুলো সিরিজ আয়োজন করার মতো যথেষ্ট অর্থ ও ভেন্যু জোগাড় করতে পারছে না আয়ারল্যান্ড। আইরিশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওরথ ইএসপিএনকে জানিয়েছেন, অর্থ ও ভেন্যু সংকটে বাতিল হতে পারে অস্ট্রেলিয়ার আয়ারল্যান্ড সফর, ‘এফটিপির সূচি অনুযায়ী সব সিরিজ আয়োজন করা আমাদের জন্য খুব কঠিন হবে। এই বছর আমাদের অতিরিক্ত সূচি রয়েছে। করোনার পর থেকেই ম্যাচ আয়োজনের খরচ অনেক বেড়েছে। হোটেল, ভেন্যু প্রস্তুত করাসহ অন্যান্য সব ব্যাপারেই খরচ বাড়তির দিকে। আমাদের যে বাজেট সেটা খুব বেশি না। আমরা যদি আরও বেশি টাকা পেতাম তাহলে কাজটা অনেক সহজ হয়ে যেত।’
সারাবাংলা/এফএম