Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার সাথে সিরিজ বাতিল করবে আয়ারল্যান্ড?

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৪ ১০:৪২

অর্থসংকটে বাতিল হওয়ার পথে আয়ারল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ

টেস্টে খেলুড়ে দেশগুলোর সাথে কালে-ভদ্রেই সিরিজ খেলার সুযোগ আসে তাদের সামনে। ২০২৪ সালের এফটিপিতে ঘরে ও বিদেশের মাটিতে বেশ কয়েকটি বড় সিরিজ খেলার সুযোগ এসেছে আয়ারল্যান্ডের। তবে অর্থ ও ভেন্যু সংকটের কারণে বেশ বিপাকে পড়েছে দেশটি। এই কারণে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হতে যাওয়া ওয়ানডে ও টি-২০ সিরিজ বাতিল করতে পারে আইরিশরা!

করোনার পর থেকেই অর্থনৈতিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে আয়ারল্যান্ড। সেই প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই বছরে এফটিপিতে বেশ কয়েকটি সিরিজ পেয়েছে আয়ারল্যান্ড। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ আয়োজন করবে আয়ারল্যান্ড; থাকছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও। পুরুষ দলের পাশাপাশি ব্যস্ত থাকবে নারী দলও। ইংল্যান্ড, শ্রীলংকা ও নেদারল্যান্ডস নারী দল এই বছর আয়ারল্যান্ড সফর করবে।

পরপর এতগুলো সিরিজ আয়োজন করার মতো যথেষ্ট অর্থ ও ভেন্যু জোগাড় করতে পারছে না আয়ারল্যান্ড। আইরিশ ক্রিকেটের হাই পারফরম্যান্স ডিরেক্টর রিচার্ড হোল্ডসওরথ ইএসপিএনকে জানিয়েছেন, অর্থ ও ভেন্যু সংকটে বাতিল হতে পারে অস্ট্রেলিয়ার আয়ারল্যান্ড সফর, ‘এফটিপির সূচি অনুযায়ী সব সিরিজ আয়োজন করা আমাদের জন্য খুব কঠিন হবে। এই বছর আমাদের অতিরিক্ত সূচি রয়েছে। করোনার পর থেকেই ম্যাচ আয়োজনের খরচ অনেক বেড়েছে। হোটেল, ভেন্যু প্রস্তুত করাসহ অন্যান্য সব ব্যাপারেই খরচ বাড়তির দিকে। আমাদের যে বাজেট সেটা খুব বেশি না। আমরা যদি আরও বেশি টাকা পেতাম তাহলে কাজটা অনেক সহজ হয়ে যেত।’

ঘরের মাঠে না পারলেও ইংল্যান্ডের মাটিতে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে চায় আয়ারল্যান্ড, এমন প্রশ্ন ছিল হোল্ডসওরথের কাছে। তবে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন তিনি, ‘ইংল্যান্ডেরও ওই সময়ে অনেক ব্যস্ত সূচি থাকবে। আমরা অস্ট্রেলিয়ার মতো দেশের সাথে কাউন্টি ক্রিকেটের ছোট মাঠে খেলতে চাই না। আমরা অন্য কোথাও এই সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছি। নাহলে সিরিজ বাতিল করে পরবর্তীতে আয়োজনের সিদ্ধান্ত নিতে হবে।’

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর