Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ ও কটূক্তির অভিযোগে প্রভাষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৪ ১০:৪৯

চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো বন্ধ ও কটূক্তির অভিযোগে তৌফিকুল ইসলাম নামে এক প্রভাষককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে তাকে আটক দেখানো হয় বলে নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার।

জামবাড়িয়া ডিগ্রি কলেজের একটি কক্ষ থেকে তৌফিকুল ইসলামকে আটক করে পুলিশ। তিনি ওই কলেজের আরবি বিভাগের প্রভাষক।

ওসি সুমন কুমার জানান, বৃহস্পতিবার দুপুরে জামবাড়িয়া ডিগ্রি কলেজে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছিল। এসময় তৌফিকুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে নানান কটূক্তি করে মাইক বন্ধ করে দেন। পরে কলেজের অন্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা তার প্রতিবাদ জানান।

পরে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রভাষককে আটক করে থানায় নিয়ে যান। বিকালে তৌফিকুল ইসলামকে আটক দেখানো হয়। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহা. শাহাবুদ্দিন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এনএস

চাঁপাইনবাবগঞ্জ জামবাড়িয়া ডিগ্রি কলেজ ভোলাহাট উপজেলা

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর